প্রকাশিত: Wed, Mar 13, 2024 1:14 PM
আপডেট: Tue, Apr 29, 2025 3:56 AM

[১]খুনি-দুর্নীতিবাজ তারেক রহমানের দাসত্বে বন্দি হয়েছে বিএনপি নেতারা: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্য করে আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের শুভবুদ্ধির উদয় বা বিবেক জাগ্রত না হলে তারা এই বন্দিদশা থেকে মুক্তি পাবেন না। বন্দি অবস্থায় থাকতে থাকতে ভ্রমের কারণে এখন কিছু নেতার বন্দিত্বের দায়ভার সরকারের ওপরে চাপানোর অপচেষ্টা করছে বিএনপি। তারা ভুলের চোরাবালিতে আটকে আছে বলেও মন্তব্য করেন তিনি। 

[৩] মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।  

[৪] রমজান মাস সংযমের মাস উল্লেখ করে তিনি বলেন, এ মাসেও বিএনপির নেতারা তাদের রাজনৈতিক কর্মসূচি চলমান রাখার কথা বলছে। রমজান মাসে কর্মসূচি চলমান রাখার ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে। তাদের এই কর্মসূচি রমজানের মধ্যেও জনভোগান্তি সৃষ্টি করবে। অর্থাৎ তারা দেশের জনগণকে কোনোভাবেই স্বস্তিতে থাকতে দিতে চায় না।

[৫] দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে তাদের তথাকথিত সরকারবিরোধী আন্দোলনের নামে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা করে আসছে। কিন্তু তাদের ডাকে জনগণ কখনোই সাড়া দেয়নি। 

[৬] বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতা-কর্মীরা পরোক্ষভাবে বন্দিত্বের কথা বলছে; তারা নাকি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। অথচ তারা নিয়মিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, চড়া গলায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। সম্পাদনা: সমর চক্রবর্তী